গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নে ৩ সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নের শীতলগ্রাম সরকার পাড়ার ৩ সন্তানের জনক রেজাউল করিম (৪০) এর রহস্য জনক মৃত্যু হয়েছে। আজ সকালে মৃত্যুর সঠিক কারন নির্নয় করতে লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ও আব্দুল মন্নানের জামাই।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রেজাউল করিম গতকাল রবিবার রাত ৮ টার দিকে ঢাকা থেকে বাড়ী ফিরে এসে রাতের খাওয়া দাওয়া শেষে শয়ন ঘরে ঘুমিয়ে পরে। পরের দিন সোমবার সকালে তার মৃতদেহ ঘরের তীরের সহিত গলায় গামছা বাঁধা পাঁ মাটিতে ন্যাচরানো অবস্থ্যায় দেখা গেছে। পরে থানা পুলিশকে খবরদিলে লাশ তার পরিবার সূত্রে জানা যায় দীর্ঘ দিন থেকে শশুর আব্দুল মান্নানের সহিত পারিবারিক কলহের জেরে মামলা মোকদ্দমা চলে আসছে। তারা প্রায়ই তাকে মারপিট করত এবং হত্যার হুমকি দিত। ঘটনার রাতে তার স্ত্রী মুন্নি বেগম পার্শ্ববর্তী বাবার বাড়ীতে ছিল। পরিবার ও এলাকাবাসী জানান,পারিবারিক কলহে প্রান নিল রেজাউলের।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরন করেন।