গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে জিএমপি এর সদর থানায় “পুলিশ মেমোরিয়াল ডে-২০২০” উদযাপিত হয়।
অনুষ্ঠানের শুরুতে নিহত পুলিশ সদস্যদের স্মরণে যথাযথ মর্যাদায় ‘স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পন করা হয়। অতঃপর নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্য সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদের সদস্যদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়। পরিশেষে গাজীপুর মেট্রোপলিটন এলাকার কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন।