গাজীপুরের কাশিমপুরে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা গ্রেফতার এক আসামী।
মোস্তফা কামাল আরিফ স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কাশিমপুরে ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ এ মাতাব্বর পাড়া এলাকায় আরিফ হোসেন এর বাড়িতে বসবাসরত ভাড়াটিয়া নাজমুল হোসেন (২২) গত ৩/১০/২০২০ সকাল ১০টায় শিশু সুমাইয়াকে একা পেয়ে তার ঘরে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে। এ সময় শিশুর মা তাকে খোজাখুজি করার এক পর্যায়ে শিশুটির শব্দ পায়। পরবর্তীতে এলাকার বাসিন্দারা এসে উদ্ধার করে।
ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করলে গত ৫/১০/২০২০ ইং কাশিমপুর থানা পুলিশ বিষয়টি জানানো হলে, কোনাবাড়ী কাশিমপুর জোনের সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা এবং কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা ঘটনা স্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিক আসামী নাজমুলকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেন।
এ ঘটনায় কাশিমপুর থানা পুলিশ নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩)১০ কাশিমপুর থানায় মামলা দায়ের করেন। আসামীকে আদালতের বিচারঅনুযায়ী মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।