গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ জনকে আটক করেছে। বুধবার রাতে নগরীর বড়বাড়ি এলাকার রবিন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক ও ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- মোঃ আব্দুল রাজ্জাক রিপন (৩৮), মােঃ নুরনবী (ওরফে) নান্টু (৩৯), মোঃ সারয়ার জাহান রবীন সরকার (৩০), রকিবুল ইসলাম রনি (২০) ও মোঃ তিতাস খান (২০)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার এসআই সাব্বির হোসেন জানান, গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন স্যারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানার বড় বাড়ী এলাকার আসামী রবিন সরকারের দোতলা পাকা বাড়ীর অফিস কক্ষে কতিপয় লোকজন মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সেবন করছে । এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ওই পাঁচ জনকে আটক ও তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন