গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে মনোনয়নপত্র দাখিল ৪ প্রার্থীর
আল কাদরি কিবরিয়া সবুজ গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের উপ-নির্বাচনে সর্বশেষ মোট ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ্যাড . উম্মে কুলসুম স্মৃতি দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি জেলা নির্বাচন অফিসার গাইবান্ধা ও রিটার্নিং অফিসার মো. মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এসময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর প্রধান, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারি সেলিমা চৌধুরী, গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান শাহ সরোয়ার কবির, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাদুল্যাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লবসহ দুই উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এছাড়া পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসে উপজেলা নির্বাচন কমিশনার শাহানুর আলমের নিকট জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মইনুর রাব্বী চৌধুরী রোমান জেলা ও উপজেলা জাতীয় পার্টি নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুর রশিদ সরকার ও সদস্য সচিব সারোয়ার হোসেন শাহিন, পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টি আহবায়ক মাহমুদুজ্জামান বাদশাসহ দুই উপজেলার জাতীয় পার্টি নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে একই দিনে পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসে জাতীয়তাবাদি দল বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ মইনুল হাসান সাদিকের পক্ষে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের নেতৃত্বে পলাশবাড়ী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মনোনয়নপত্র দাখিল করেন।
উপ নির্বাচনে অংশ গ্রহনের জন্য গতকাল ১৮ ফেব্রুয়ারী জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, পলাশবাড়ী উপজেলা জাসদের সভাপতি নুরুজ্জামান প্রধানসহ জেলা ও উপজেলা জাসদের নেতৃবৃন্দ জাসদ মনোনীত প্রার্থী খাদেমুল ইসলাম খুদির মনোনয়নপত্র দাখিল করেন।
আজ ১৯ ফেব্রয়ারী শেষ দিন পর্যন্ত উপ নির্বাচনে অংশ গ্রহনের জন্য এ চার প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ি রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো ১৯ ফেব্রয়ারি বুধবার। মনোনয়নপত্র বাছাই ২৩ ফেব্রয়ারি রোববার। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ফেব্রয়ারি শনিবার। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মার্চ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
উল্লেখ্য যে, গত ২০১৯ সালের ২৭ ডিসেম্বর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশনার এ আসনটি শূন্য ঘোষণা করেন।
জেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান বলেন, সাদুল্যাপুরে ১১টি, পলাশবাড়ী পৌরসভা ও পলাশবাড়ী উপজেলার ৮টি ইউনিয়নে ১৩২টি কেন্দ্রে মোট ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ১১ হাজার ১০৮ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৭৪৬ জন । এ নির্বাচনে শেষ পর্যন্ত লড়াই করছে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি ও জাসদের মনোনীত প্রার্থীসহ ৪ জন।