গাইবান্ধা-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতির পক্ষে ‘জেলালের’ প্রচারণা
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি:
আসন্ন উপ-নির্বাচনে গাইবান্ধা-৩ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির পক্ষে সাদুল্লাপুররের জামালপুর ইউনিয়ন কৃষক লীগ নেতা জেলাল আকন্দ নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (৩ মার্চ) দিনভর সাদুল্লাপুর উপজেলার এনায়েতপুর বাজার, নাগবাড়ী বাজার, মাদরাসার বাজার ও মোংলাবন্দরসহ বিভিন্ন গ্রামাঞ্চলের ভোটারদের মাঝে নৌকা প্রতীক পোস্টার বিতরণ করেন জেলাল আকন্দ।
সেই সঙ্গে বর্তমান আওয়ামী লীগ সরকারে বহুমূখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এবং সাদুল্লাপুর-পলাশবাড়ী উপজেলার চলমান উন্নয়ন আরও ত্বরান্বিত করার লক্ষ্যে উম্মে কুলসুম স্মৃতিকে (নৌকা প্রতীক) ভোট প্রার্থনা করেন তিনি। নৌকা প্রতীক প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকলকে নিজ নিজ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহবান জানান জেলাল আকন্দ।
জামালপুর ইউনিয়ন কৃষক লীগ নেতা জেলাল আকন্দের নেতৃত্বে প্রচারণা কাজে তৃণমূলের আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
সাধারণ ভোটাররা জানিয়েছেন, দেশে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছেন। এলাকার উন্নয়নের ধারা চলমান রাখতে এই দলেরই এমপি দরকার। অন্যাথায় থমকে যেতে পারে উন্নয়ন কার্যক্রম। তাই দলমত নির্বিশেষে নৌকা প্রতীক প্রার্থী উম্মে কুলসুম স্মৃতিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
উল্লেখ্য, অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার ২০১৯ সালের ২৭ ডিসেম্বর মারা যান। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয়। যার ফলে ২১ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে এ আসনে।