গাইবান্ধা জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম মোস্তাফিজুর রহমান লাবলু। গতকাল ২৭ জানুয়ারী সোমবার রাতে শ্বাসকষ্ট নিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর সদর হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে ২৮ জানুয়ারী মঙ্গলবার দুপুরে মারা যান মোস্তাফিজুর রহমান লাবলু ।
জেলা কারাগারের জেল সুপার আবু নূর মোহাম্মদ রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, লাবলু মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। গত তিন মাস ধরে তিনি আদালতের নির্দেশে কারাগারে আছেন।
সোমবার রাতে শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মারা যান তিনি।