গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে মাইশা মনি নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ৬ মার্চ শুক্রবার বিকালে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাইশা পশ্চিম পরান গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে শান্তিরাম ইউনিয়নের চেয়ারম্যান ছামিউল ইসলাম জানান, নিহত মাইশা মনি বাড়িতে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
এ সময় অন্য শিশুরা বিষয়টি তার পরিবারকে জানায়, কিন্তু ততক্ষণে মাইশা মনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে স্থানীয়রা পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।