ভোটার হয়ে ভোট দিব-দেশ গড়ায় অংশ নিব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় ভোটার দিবস ২০২০ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবির ও পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ।