গাইবান্ধায় এশিয়ান টিভি দর্শক ফোরামের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
আল কাদরি কিবরিয়া সবুজ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধায় এশিয়ান টিভি দর্শক ফোরামের আয়োজনে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন।
এসময় বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা খালেদুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশাদুল ইসলাম, গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ মতিয়ার রহমান, ফুলপুকুরিয়া আলিম সিনিয়র মাদ্রাসার সভাপতি আজমল হোসেন, অধ্যক্ষ আবু আসাদ সৈয়দ আহাম্মেদ, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিষ্ট্রান, ঐক্য পরিষদের সাধারন সম্পাদক আশিষ দাস রন্টু, গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রফিক, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি এশিয়ান টিভি প্রতিনিধি মাহমুদ খানের সভাপতিত্বে হাফেজ নাফিউল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের শুরুতেই ১৮ জানুয়ারী এশিয়ান টিভি ৭ম পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন, প্রতিষ্ঠা বাষির্কী সফল হউক!সার্থক হউক! এই স্লোগানে একটি বর্নাঢ্য র্যালী শহর প্রদক্ষিন করে।