এন এম সরকার,গাইবান্ধা প্রতিনিধিঃ-
গাইবান্ধায় বহুল আলোচিত এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যায় পক্ষে – বিপক্ষে বহু তর্কবিতর্ক শেষে আজ বৃহম্পতিবার (২৮ নভেম্বর) রায় ঘোষনা করেন বিজ্ঞ আদালত। বহুল আলোচিত এ মামলায় ১৮ মাস যুক্তি- তর্কশেষে জাতীয় পাটির সাবেক সংসদ কর্নেল ( অবঃ) আব্দুল কাদের খানসহ ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পৌনে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের দীর্ঘ ১৮ মাস যুক্তিতর্কের পর এই রায় দেয়া হলো। ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের মাস্টারপাড়ায় নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত এমপি লিটনের ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন।