অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় গাইবান্ধায় একটি কসমেটিকস দোকানকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১০ মার্চ মঙ্গলবার দুপুরে শহরের পৌর এলাকায় দুলু অ্যান্ড সন্স নামে একটি দোকানকে এ জরিমানা করা হয়। সেই সঙ্গে এই প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম। অভিযান পরিচালনা কালে সহায়তা করে সদর থানা পুলিশ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, করোনা ভাইরাসকে কেন্দ্র এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম বাড়িয়ে দিয়েছে। প্রতিদিনই আমরা এইসব অসাধু ব্যবসায়ীদের ধরতে অভিযান পরিচালনা করে আসছি। যেখানে অভিযোগ পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করছি।
তিনি আরও বলেন, সরকার বিভিন্ন কোম্পানির হ্যান্ড স্যানিটাইজারের দাম নির্ধারণ করে দিয়েছে। নির্ধারিত দামের বাইরে কোন দোকান কিংবা প্রতিষ্ঠান মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজারের অতিরিক্ত দাম রাখলে ভোক্তা অধিকারকে জানানোর অনুরোধ করেন তিনি।