ময়মনসিংহের গফরগাঁওয়ে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার উপজেলা পর্যায়ে খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখারুল ইসলামের সভাপতিত্বে এবং রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিদার আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রহিমা খাতুন, চরমছলন্দ মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, যুবলীগ নেতা মোঃ সাদেকুর রহমান সুজন প্রমুখ।
৩৫টি বিদ্যালয়ের খেলোয়ার অ্যাথলেটিক্স, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ইভেন্টের খেলায় অংশগ্রহন করে। পরে খেলায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।