রংপুরের গংগাচড়ায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উপজেলার প্রায় অধিকাংশ প্রাথমিক স্কুলে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার( ২৩ ফেব্রুয়ারি ) সকাল ৯টা থেকে একযোগে উপজেলার অধিকাংশ স্কুলে এ নির্বাচন শুরু হয়। ভোট গ্রহণ চলে একটানা বেলা ১টা পর্যন্ত।এতে তৃতীয় শ্রেনী থেকে পঞ্চম শ্রেণি পযর্ন্ত ছাত্র -ছাত্রীর স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের ব্যবস্থা করা হয়।
উপজেলার অন্যান্য স্কুলের মত কোলকোন্দ ইউনিয়নের সাউদ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের সুশৃংখলভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। তাদের মন্তব্য এই ভোটের মাধ্যমে তারা গণতান্ত্রিক চর্চার প্রথম পাঠ নিচ্ছে। ভোটের জয়-পরাজয়ের আনন্দ-দুঃখটুকু তারা অনুধাবন করতে পারবে। এ ছাড়া এখান থেকেই তারা ভোটের ফলাফল (জয়-পরাজয়) মেনে নেওয়ার বিষয়টি শিখবে।
স্কুলটির সহকারী শিক্ষক আব্দুল হাকিম জানান, এ নির্বাচনে জাতীয় নির্বাচনের মতই সবকিছু রয়েছে। স্কুলের শিক্ষার্থীদের মধ্যে একজন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার রয়েছে এছাড়াও ছাত্র – ছাত্রীদের মধ্যে থেকে পুলিশ, আনছার ভিডিপি এক কথায় একটি নির্বাচন করতে যা যা করা দরকার সব ব্যবস্থায় গ্রহন করা হয়েছে।
পরে নির্বাচনে ভোট গ্রহন শেষে ভোট গননা করে ফলাফল প্রদান করা হয়।