English|Bangla আজ ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার রাত ১১:১৩
শিরোনাম

গংগাচড়ায় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করলেন – এমপি রাঙ্গা

মজমুল হক গংগাচড়া প্রতিনিধি

: রংপুরের গংগাচড়ায় ২০২০-২১ অর্থ বছরে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে বোরো ,গম, সরিষা,ভুট্টা,সূর্যমুখী, চীনাবাদাম, পেঁয়াজ,মসুর, খেসারি,টমেটো, মরিচ ও গ্রীষ্মকালীন মুগ ফসল বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের সহোযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা চত্তরে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদে বিরোধী দলীয় চীপ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, এমপি কন‍্যা মালিহা তাসনীম জুঁই, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম,এমপি প্রতিনিধি
মমিনুল ইসলাম প্রমুখ।এসময় জাতীয় পার্টি সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো