রংপুরের গঙ্গাচড়ায় অবস্থিত গংগাচড়া সরকারি ডিগ্রী কলেজে জাকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হলো স্নাতক (২০১৯/২০২০ ) শিক্ষা বর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান।
আজ শনিবার( ৮ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে দশটায় গংগাচড়া সরকারি ডিগ্রী কলেজ মাঠে, গংগাচড়া সরকারি কলেজ এর আয়োজনে, মহেন্দ্র নাথ সরকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গংগাচড়া ডিগ্রী কলেজ এর সার্বিক তত্ত্বাবধানে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল আমিন চেয়ারম্যান উপজেলা পরিষদ গংগাচড়া রংপুর, মোঃ সাজু আহমেদ লাল ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ গংগাচড়া রংপুর,মোছা: রাবিয়া বেগম মহিলা ভাইস চেয়ারম্যান গংগাচড়া উপজেলা পরিষদ গংগাচড়া রংপুর, সুশান্ত সরকার অফিসার ইনচার্জ গংগাচড়া মডেল থানা গংগাচড়া রংপুর সহ আরও অনেকে, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া ডিগ্রী কলেজের স্থাপিত সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাসলিমা বেগম নির্বাহী অফিসার গংগাচড়া রংপুর।
এছাড়াও গংগাচড়া সরকারি কলেজের প্রভাষক, ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। পরে সবার উপস্থিতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।