নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি, সাংবাদিক হাসান ইমাম রাসেল’র জন্মদিন উদযাপন করা হয়েছে। প্রেসক্লাব কোম্পানীগঞ্জের আয়োজনে,উৎসব মুখর পরিবেশে আজমেরী হোটেলের দ্বিতীয় তলায় বাড়ন্ত এ সাংবাদিকের ৪৩ তম জন্মদিন উদযাপিত হয়।
১৯৮১ সালে হাসান ইমাম রাসেল উপজেলার সিরাজপুর ইউপির মোহাম্মদ নগর গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা বীর মুক্তিযোদ্ধা ও সাস্কৃতিক ব্যক্তিত্ব হাজী সিরাজ উদ্দৌলা ও মাতা সৈয়দা আফরোজ বেগম,আমেরিকা প্রবাসী।
পারিবারিক জীবনে হাসান ইমাম রাসেল ২ ছেলে,১কন্যা সন্তানের জনক। হাসান ইমাম রাসেল প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি, অনলাইন নিউজ পোর্টাল সকালের নোয়াখালীর সম্পাদক ও দৈনিক আজকালের খবর ও চ্যানেল এস টিভি ও আনন্দ টিভির কোম্পানীগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরমত সহিষ্ণু এ সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সহসভাপতি ও বসুরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নিজাম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রণি প্রেসক্লাব কোম্পানীগঞ্জের যুগ্ন-সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক রহমতুল্লাহ, সাংবাদিক নাসির, কামরুল হোসেন, ইমাম হোসেন,আরমান, সেন্টু মাহমুদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।