চট্রগ্রাম সাতকানিয়া-লোহাগাড়ার গর্ব আমিনুল ইসলাম আমিন, টানা ২য় বারের মত বাংলাদেশ আওয়ামিলীগের উপ-প্রাচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হওয়ার পর আজ ০৫ ই জানুয়ারি সকাল ১১ঃ৪০ মিনিটে চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভীড় জমায় চট্রগ্রাম জেলা,উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ,যুবলীগ,সেচ্ছাসেবক ও ছাএলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। বেলা ১১ঃ৪০ মিনিটে অভ্যন্তরীণ ১২ নাম্বার গেইট দিয়ে বের হলে সবাই তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন চট্রগ্রাম দক্ষিন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
৮০-৯০ দশকের ছাএলীগ নেতৃবৃন্দের পক্ষে আমির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানায়, জেলা আওয়ামিলীগ নেতা আবুল কালাম আজাদ,সাবেক উপজেলা ছাএলীগ সভাপতি হুমায়ুন কবির চৌধুরী,আওয়ামীলীগ নেতা পারভেজ, আইন কলেজের সাবেক জিএস জসিম উদ্দিন মিঠুন,আলাউদ্দিন মোহাম্মদ সাবের প্রমুখ।
সাতকানিয়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। সাতকানিয়া পৌরসভার চেয়ারম্যান জোবায়ের সহ বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা তাকে শুভেচ্ছা জানাতে তার বাসায়ও যায়।