পারভেজ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পর্যটন নগরী কুয়াকাটার পঞ্চায়েত পাড়া এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর সদস্যরা ৫ লিটার চোলাই মদসহ পেশাদার মাদক বিক্রেতা মো: মেহেদি হাসান মুরাদ (২৪) কে গ্রেফতার করেছে।শুক্রবার রাত ১১টার দিকে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর পরিদর্শক মো: শাহজালাল ভূঁইয়া ও উপ-পরিদর্শক মো: রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম মুরাদকে আটক করে।
গ্রেফতারকৃত মুরাদ বরিশাল জেলার চরমোনাই এলাকার বিশ্বাসের হাট এর মৃত সাইয়েদুর রহমান চুন্নু মিয়ার ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর পরিদর্শক মো: শাহজালাল ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে মুরাদ কে ৫ লিটার চোলাই মদ সহ কুয়াকাটার পঞ্চায়েত পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সে দীর্ঘদিন যাবৎ মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত থেকে যুব সমাজের তথা দেশের ক্ষতি সাধন করে আসছিল। এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।