পারভেজ কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পর্যটন নগরী কুয়াকাটায় লাকি নামের এক আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে চারজনকে আটক করে মহিপুর থানা পুলিশ। সোমবার বিকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, যৌনকর্মী মিম আক্তার, মরিয়ম আক্তার, খদ্দের ইলিয়াস হাওলাদার, হোটেল ম্যানেজার মো: আল-আমিন। মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা আবাসিক হোটেল লাকিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় চারজনকে আটক করা হয়। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে ওই হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় গোপনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এর আগেও কয়েকবার ওখান থেকে খদ্দেরসহ যৌনকর্মীদের আটক করা হয়েছিল।