কুড়িগ্রামে একটি বিদেশি রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ত্রিমোহনী এলাকার শফিউজ্জামান শাহিনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। শফিউজ্জামান শাহিন ওরফে শাহিন আলী ওরফে মার্ডার শাহিনের নামে কুড়িগ্রামের সদর থানায় ১০ – ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের অভিযানের খবর টের পেয়ে আগেই পালিয়ে যায় সে।
কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শাহিন তার বাড়িতে অস্ত্র ও গুলি লুকিয়ে রেখেছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে শাহিনের বাড়ি থেকে পাকিস্তানের তৈরি একটি রিভলবারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে শাহিনকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান জানান, পলাতক শাহিনকে গ্রেফতারে চেষ্টা চলছে।