কুতুবদিয়ায় সিরাতুন্নবী মাহফীল ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত
মোহাম্মদ আলী রাশেদ, চট্টগ্রাম :
কক্সবাজার জেলায় কুতুবদিয়া উপজেলায় শাহ আখতারিয়া শাহ জব্বারীয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী ( র 🙂 এর স্বরণে সীরাতুন্নবী (স:) ও ইছালে সওয়াব মাহফীল হয়েছে।
গতকাল মাগরিবের নামাজের পরে থেকে কুতুবদিয়া পূর্ব আলী আকবর ডেইল জামে মসজিদ মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ৮ থেকে আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসায়, কক্সবাজার বায়তুশরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব এম এম সিরাজুল ইসলামের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রাই চারশত জনকে চিকিৎসা দেওয়া হয় এবং বিশজন রুগীদের ফ্রী অপারেশনের জন্য কক্সবাজার নেওয়া হয়।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার খুরশেদ আলম, ডাক্তার নেছারুল হক, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ আজম, রিজন চাকমা ও শেখ আহমেদ।
সীরাতুন্নবী (স:) ও ইছালে সওয়াব মাহফীলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বায়তুশরফ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলনা মোহাম্মদ নুরুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মজলিশুল ওলামার মহাসচিব মাওলনা মামুনুর রশিদ নূরী।
মাওলনা কাদেরের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন কুতুবদিয়া শাহ আখতারিয়া শাহ জব্বারীয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম কুতুবী।
সংগঠনের সাধারন সম্পাদক মোহাম্মদ আবু তালেবের সার্বিক তত্বাবধানে মাহফিলে সভাপতিত্ব করেন আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা নুরুচ্ছফা বি কম।
এই সময় আলোচনায় ছিলেন মাওলনা মনিরুল্লাহ, মাওলানা হাফেজ ফোরকান আহমেদ, মাওলানা আবু ওসমান, মাওলানা শামসুল ইসলাম, মাওলনা নেছারুল হক, হাফেজ বেলাল, মাওলানা শামসুল হক, মাওলনা উকিল আহমদ, মাওলনা শফিউল আলম নূরী, মাওলনা শিহাবউদ্দীন ।
বিশেষ অতিথি ছিলেন আক্তার কামাল শিকদার, নাসির উদ্দিন, আবুল কালাম আজাদ বি . এ, হোসাইন আজাদ, আবু সৈয়দ কুতুবী, আনোয়ার কবির শিকদার, নজরুল ইসলাম, আবু ওমর, চিকিৎসক সরওয়ার আলম, হাফেজ ছোটেন, দুলাল।
মাহফিল পরিচালানা পরিষদের সহযোগিতায় ছিলেন মোহাম্মদ দিনাজ, দীল মোহাম্মদ, মানিক, রাইহান, বোরহানউদ্দিন রুবেল, আরিফ সওদাগর, মোহাম্মদ ইয়াসিন, তালহাবিন রাইহান, নুরুল সাদেক, নাঈম, হাফেজ জালাল, চোটন সওদাগর, মোহাম্মদ ছামি, নুর কাদের, মাওলানা মাহবুবুল আলম, এহসানুল হক, রাফি শিকদার, হাফেজ ফারুক, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ বাদশাহ, জমির সওদাগর, মোহাম্মদ মিজান, ওয়াসিম, সাহাবুদ্দিন, সাজ্জাদ,তবিব হাসান, মাস্টার মিজান, ছোটন উদ্দিন সহ সংগঠনের সদস্য বৃন্দরা।
ইসলামী সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম অংগীকার শিল্পী গোষ্ঠীর পরিচালক খলিল উল্লাহ সোহাগ ও মোহাম্মদ হোসাইন।
মাহফিলে বক্তারা কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠনের আহবান জানিয়ে বলেন, বিশ্বে অশান্তির একমাত্র কারণ ধর্মের প্রতি উদাসিনতা এবং ধর্মবিরোধী কার্যকলাপ।
বক্তারা বলেন, মহান আল্লাহপাকের একত্ববাদ এবং বিশ্বনবী (সা.)-এর নীতি, আদর্শকে আকড়ে ধরে শান্তির জীবন এবং পরকালিন মুক্তি অর্জন করতে হবে।
শেষে সকল মুসলিম উম্মার শান্তি কামনা করে, দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনজাত করা হয়।