টাঙ্গাইলের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আসলাম সিদ্দিকী ভূট্টো, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ নুরুন্নবী সরকার, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও মেট্রোসেম সিমেন্টের চ্যানেল পার্টনার মোঃ আব্দুল আজিজ প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর রহমান,
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।