নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ ও ছেলেদের সম্পৃক্তকরণ প্রকল্প সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় সংবাদমাধ্যম কর্মীদের অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ব্যবস্থাপক গোলজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা আ’লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, গাজীপুর জেলা ব্র্যাকের সিনিয়র এম্পাওয়ার্মেন্ট প্রোগ্রাম ম্যানেজার শামসুন্নাহার, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট দেবশীস হাওলাদার, সাংবাদিক সঞ্জিব কুমার দাস, নূরুল আমীন সিকদার, কামাল ফকির, বেলায়েত হোসেন শামীম, মুজিবুর রহমান।
সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ ও যুবদের সম্পৃক্তকরণ উদ্দেশ্য, কর্মএলাকা, কার্যক্রম চলমান এলাকা, কর্মপন্থা, কর্মসূচি বাস্তবায়ন কৌশল, নারীর প্রতি সহিংসতার মাত্রা, সংগঠিত বিভিন্ন সহিংসতা, উল্লেখযোগ্য অর্জন, প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ, সহিংসতা প্রতিরোধের উপায়, সহিংসতা প্রতিরোধে সরকারি উদ্যোগ, চেইঞ্জ স্টোরী বিষয়ে আলোচনা করা হয়।
প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে কাপাসিয়ায় জানুয়ারী থেকে অক্টোবরে মাসে পারিবারিক নির্যাতনের শিকার হয়েছে ২৪ জন। এছাড়াও চলতি বছরের সারাদেশে জানুয়ারি থেকে জুলাই পর্ষন্ত ৭৯১ জন নারী ধর্ষিত, ৪৬ জন ধর্ষণের পর খুন, ১৩৪ জন ধর্ষণের চেষ্টা, ৭ জন ধর্ষণের পর অত্নহত্যা, ১১২ জন নারী স্বামীর হাতে খুন, ১৪৭ জন যৌন হয়রানির শিকার হয়েছে।