মোঃপারভেজ কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালী কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে চারিপাড়ায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি চিনি, দুই কেজি চিড়া, এক লিটার সয়াবিন তেল ও পাঁচ শ’ গ্রাম নুডুলস দেয়া হয়েছে। বুধবার দুপুরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস।ইউএনও জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
চারিপাড়া, পশুরবুনিয়া, নাওয়াপাড়া, নয়াকাটা, মুন্সীপাড়া, ধঞ্জুপাড়া ও ১১ নং হাওলা গ্রামের মানুষ বেড়িবাঁধ ভাঙ্গা থাকার কারণে ঘুর্ণিঝড় বুলবুলের তান্ডবে জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতির শিকার হয়।
লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস জানান, এখানকার মানুষের জন্য আরও ত্রানসামগ্রী প্রদান করা প্রয়োজন।