মোঃ পারভেজ কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ঃ
পটুয়াখালী কলাপাড়ায় দেয় লক্ষ মিটার কারেন্ট জালসহ চল্লিশ কেজি ঝাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাট নৌ-পুলিশ।শুক্রবার রাবনাবাদ নদী সহ পাশ্ববর্তীতে নদীতে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।পুলিশ জানায়, কুয়াকটা নৌ-পুলিশের এসআই কামরুজ্জানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার মিটার কারেন্ট জাল আটক করে।
পরে সন্ধ্যায় কলাপাড়া হেলিপ্যাড ময়দানে এসব জাল পুড়িয়ে ফেলা হয় ও জাটকা ইলিশ বিভিন্ন মাদ্রসার এতিমদের মাঝে বিলিয়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনুপ দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা ।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস বলেন, দেড় লক্ষ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। জাটকা মাছ বিভিন্ন এতিমদের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে।
মোঃপারভেজ
কলাপাড়া,পটুয়াখালী
তাং ২৩/১১/১৯
মোবাঃ ০১৭৮৪৪৪৭৪১৬