English|Bangla আজ ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, রবিবার সকাল ৬:৩৮
শিরোনাম
ছায়ানট সাংস্কৃতিক সংস্থা, ময়মনসিংহ এর ৩ যুগ পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণতরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা বাড়াতে হবে ; তানভিরনাগেশ্বরী পৌরসভা নির্বাচনে মোহাম্মদ হোসেন ফাকু বিজয়ীগাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষে চলছে গণনাগাজীপুরে যুবলীগের আয়োজনে মাইনুল হোসেন খান নিখিলের রোগমুক্তি কামনায়,দোয়া অনুষ্ঠিত হয়।পলাশবাড়ীতে সন্ধি ফাউন্ডেশনের উদ্যোগে মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধণা প্রদানফুলবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণশান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে নাগেশ্বরী পৌরসভা নির্বাচনরংপুরে জুম্মার নামায শেষে অসহায়দের কম্বল দিলেন আ.লীগ নেতা মওলাকুলিয়ারচর পৌর নির্বাচন বর্জন করেছে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর নূরুল মিল্লাত

কলাপাড়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন।

পারভেজ কলাপাড়া(পটুুয়াখালী) প্রতিনিধি ঃ

পটুুয়াখালীর কলাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন করা হয়েছে।

ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ এক হাজার কৃষকের মাঝে সাড়ে ৬২ টন সার, ৯০০ কেজি ভুট্রা, ৭৫০ কেজি মুগডালের বীজ ও ৪০০ জনকে ১১৬ কেজি শাক সবজির বীজ বিতরন করা হয়।

এছাড়া এসময় ৪০০জন সবজি চাষীকে দুই লাখ টাকা প্রদান করা হয়।বৃহস্পতিবার বেলা ১২ টায় দিকে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্দ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সার বিতরন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়্যারমান রাকিবুল আহসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির মাহমুদ, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বুলেট আকন প্রমুখ। এসময় উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো