মোঃ পারভেজ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে অবৈধভাবে খাল থেকে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিকের ১৫দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সন্ধ্যার পরে আছালতপাড়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান।
সাজাপ্রাপ্ত ড্রেজার মালিক হলেন ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আঃ মজিদ হাওলাদারের ছেলে মোঃ অলিউল্লাহ।কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে উপস্থিত হয়ে ড্রেজার মালিককে আটক করা হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ৪(গ) এবং ৫ (১) ধারায় অবৈধভাবে বালু উত্তোলনে পনের দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।