বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে মানুষের মধ্যে অনেকটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত বিশ্বের প্রায় ১১৫ টির মতো দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে প্রায় সাড়ে চার হাজারেরও মতো মানুষ মৃত্যু বরণ করেছেন এই রোগে আক্রান্ত হয়ে। বাংলাদেশেও এখন পর্যন্ত ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার সর্বস্তরের মানুষ করোনাভাইরাস থেকে সতর্ক অবস্থায় থাকার জন্য জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের এর উদ্যোগে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার বিভিন্ন স্থানে এ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, প্রমুখ।