মিজানুল হক, করিমগঞ্জ, কিশোরগঞ্জ::
কিশোরগঞ্জের করিমগঞ্জে কাদিরজঙ্গল ইউনিয়নে ৫নং হাত্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ মিলে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকাল ৭.০৫ মিনিটে প্রভাত ফেরীর আয়োজন করে। এ প্রভাত ফেরিতে ছাত্র-ছাত্রী ছাড়াও অংশগ্রহন করেন। হাত্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা রিয়াজী সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
উক্ত প্রভাত ফেরীতে স্কুলের প্রাঙ্গন থেকে শুভ যাত্রা শুরু করে ঐতিহ্যবাহী শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানায়।
এ বিষয়ে অভিবাভক মহল বলেছে, তাদের ধারনা প্রভাত ফেরীতে ছোট সোনা মনিদের নিয়ে গেলে তারা ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাশীল হবে। এমনটাই প্রত্যাশা বলে মনে করছেন অভিবাভকরা।