English|Bangla আজ ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার রাত ১১:৪৫
শিরোনাম
কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মাছ ও গাছের সাথে এ কেমন শত্রুতা?গোবিন্দগঞ্জে অটোভ্যান চালকের বস্তাবন্দি লাশ উদ্ধাররাণীনগরে সড়ক দূর্ঘটনায় সাইকেল আরোহী নিহতগোবিন্দগঞ্জে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনমাদারীপুর জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জদের সাথে আলোচনা সভাবাংলাদেশ প্রার্থমিক শিক্ষক কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মানববন্ধন ও স্মারক লিপি প্রদানরায়পুরে ৯৩ গ্রাম পুলিশ পেলেন শীতবস্রমোহনগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণনান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য শিক্ষা প্রদান ও ঔষধ বিতরণশীতার্তদের মাঝে তিনশত কম্বল বিতরন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ ইউনিট

কমলগঞ্জ পৌরসভা ও থানা এলাকা মাদকমুক্ত ঘোষণা।

শাহাব উদ্দিন আহমেদ কমলগঞ্জ প্রতিনিধি:

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর ও কমলগঞ্জ থানা এলাকা মাদকমুক্ত ঘোষনা করা হয়েছে। সোমবার(১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে কমলগঞ্জ থানার পুলিশের আয়োজনে এক আলোচনা সভায় বিট নং ১০ এর আওতায় কমলগঞ্জ পৌর ও কমলগঞ্জ থানা এলাকাকে মাদকমুক্ত ঘোষনা করা হয়। মাদকমুক্ত ঘোষনা করেন কমলগঞ্জ থানার ওসি(তদন্ত) মো: সোহেল রানা।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে ও কমলগঞ্জ উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় মাদকমুক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি(তদন্ত) মো: সোহেল রানা, পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, গোলাম মুগ্নি মুহিত, রফিকুল ইসলাম রুহেল, কমলগঞ্জ থানার এএসআই সবুজ মিয়া,কমলগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক মুজিবুর রহমান দুলু, স্বপ্নের ঢেউ সমাজ কল্যান সংস্থা মৌলভীবাজার জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা উর্মি আহমেদ,কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি জায়েদ আহমেদ, হৃদয়ে কমলগঞ্জের সহ সভাপতি রাকিব হাসান প্রমুখ। এছাড়াও সুশিল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও পৌর এলাকার বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান কমলগঞ্জ থানার ওসি(তদন্ত) মো: সোহেল রানা।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো