English|Bangla আজ ১৮ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, রবিবার দুপুর ২:৪৭
শিরোনাম

ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন এর শ্রেষ্ঠ উদ্দ্যোক্তা পুরস্কার পেলেন মোহনগঞ্জের নুর জামান

মো: আজহারুল ইসলাম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলায় আইটি সেক্টরে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন এর শ্রেষ্ঠ উদ্দ্যোক্তা পুরস্কার পেলেন মোহনগঞ্জের নুর জামান

তিনি মোহনগঞ্জ ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (মিস্ট) এবং ড্রীম সাকসেস আইটি ডেভেলপমেন্ট সেন্টারের প্রতিষ্ঠাতা সোমবার ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশান কর্তক প্রদানকৃত ওয়ার্ল্ড আইটিসি ত্র্যাওয়ার্ড অনুষ্ঠান ২০১৯ এ তার হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়

নুরজামানের হাতে পুরস্কার ও সম্মননা তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি সাবেক ধর্ম ও পানি সম্পদ
মন্ত্রী এম নাজিম উদ্দীন আল্ আজাদ, অনুষ্ঠানের সভাপতি সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশেনের চেয়ারম্যান সোহরাব হোসেন শুভ

মোহনগঞ্জ তথা নেত্রকোনার সম্মানকে তথ্য ও যোগাযোগ শিক্ষার প্রযোক্তির মাধ্যেমে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে সকলের দুয়া ও সহযোগীতা কামনা করছেন নুরজামান।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো