জাতির পিতা বঙ্গবন্দ্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ভাষন ৭ ই মার্চ উপলক্ষ্যে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী যুবলীগের উদ্দ্যোগে জেলা পরিষদ মার্কেট চত্বরে সাতকানিয়া উপজেলা যুবলীগের আহবায়ক- সাইদুর রহমান দুলাল এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
সভায় বত্তব্য রাখেন – পৌরসভা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল। সহ সভাপতি – মোঃ আলী,মুজিবুর রহমান, মোঃ কায়সার, মোঃ আসিফ, সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ জাহেদুল ইসলাম,পৌরসভা ছাত্রলীগের আহবায়ক মোঃ ইদ্রিচ,যুগ্ম আহবায়ক মোঃ এমরান, পৌরসভা যযুবলীগের প্রচার সম্পাদক এইচ এম এস সোহেলের পরিচানায় অনুষ্টানে আরো ববক্তব্য রাখেন – পৌরসভা যুবলীগ যুগ্ম সম্পাদক – মোঃ আসাদ,নুরুল আবছার,সাংগঠনিক সম্পাদক তানবীর ছিদ্দিক, ফয়েজ উল্লাহ মুরাদ,জাবেদ জাহাঙ্গীর, নয়ন বাবু, দপ্তর সম্পাদক মোঃ আরিফ, অর্থ সম্পাদক কামাল উদ্দিন,ত্রান সম্পাদক মোঃ শাহজাহান বাদশা,ডেমসা যুবলীগ নেতা মোঃ ফোরকান,পশ্চিম ঢেমশা যুবলীগ সাঃ সম্পাদক মোঃ জুয়েল, মোঃ সুমন, ছাত্রনেতা – মোঃ ওচমান, মোঃ আবছার,এম এ হাসান,ইব্রাহিম বিন খলিল,মোঃ আলম, মইনুদ্দিন ছোটন প্রমূখ।
বক্তরা বলেন— ৭১ – এর মার্চ হোসেন সরোওয়ার্দী উদ্যানে জাতির পিতার ঐতিহাসিক ভাষন ও আহবানে সাড়া দিয়ে বাঙ্গালী জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে অর্জিত হয়েছিল মহান স্বাধীনতা।
আজ যুবলীগ কে জাতির পিতার লালীত স্বপ্ন শোষনহীন ও অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার কাজে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।