English|Bangla আজ ১৮ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, রবিবার বিকাল ৩:২৬
শিরোনাম

এক সাথে ৩ সন্তানের জননী হলেন লুবনা বেগম

সুজন তালুকদার
ছাতকের কৈতক ২০ শয্যা হাসপাতালে ৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৭.৩০ টায় নার্স আয়েশা বেগম,শাহেদা বেগম,ও হেপি রানীর সহযোগিতায় ৩ সন্তানের জন্ম হয় বলে জানা গেছে। তিন সন্তানের জননী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বেতকোনা গ্রামের কাতার প্রবাসী জনক মিয়া’ র স্ত্রী লুবনা বেগম।

শিশুদের শারিরিক অবস্থা জানতে চাইলে নার্স আয়সা বেগম জানান শিশুদের ওজন কম শারিরিক অবস্থা তেমন ভালো না থাকায় সিলেট ওসমানী মেডিকেল সাহপাতালে ভর্তির নির্দেশ দিয়েছি।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো