কুড়িগ্রামে উলিপুরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ‘বিজয় মঞ্চ’এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিজয় মঞ্চের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন। প্রয়াত মুক্তিযোদ্ধা প্রকৌশলী সৈয়দ মাহমুদুর রহমান বেটুর নকশায় মঞ্চের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন উলিপুর পৌরসভার প্রয়াত সাবেক মেয়র আব্দুল হামিদ সরকার।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক পরিমল মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান, থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ-ই-হাবীব মোফা, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার উলিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার , জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমডি ফয়জার রহমান সহ উলিপুরের মুক্তিযোদ্ধাগন সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মী ও জন সাধারন ।