দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রত্যাশীদের উপস্থিতিতে উন্মুক্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত।
‘শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা’
এই স্লোগানকে সামনে রেখে ২০১৯-২০২০ অর্থ বছরের অতিরিক্ত বরাদ্দপ্রাপ্ত বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা ও অস্বচ্ছল প্রতিবন্ধী সুবিধাভোগীদের উন্মুক্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ ফেব্রুয়ারি ২০২০খ্রীঃ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় চিরিরবন্দর এর আয়োজনে দিন ব্যাপী ৯ নং ভিয়াইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সকলের কাছ থেকে ভোটার আইডি কার্ড ও প্রতিবন্ধীদের স্মার্ট কার্ড সংগ্রহ করা হয়।
এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে অত্র উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শ্রী জ্যোতিষ চন্দ্র রায় বলেন যে,
“গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার স্বীদ্ধান্ত অনুযায়ী উন্মুক্ত ভাবে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হল ” এই বাছাইয়ের মধ্য দিয়ে যারা কার্ড পাওয়ার যোগ্য শুধু তাদেরকেই কার্ড প্রদান করা হবে।
৯ নং ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নরেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শ্রী জ্যোতিষ চন্দ্র রায়, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মইনুল ইসলাম।
৯ নং ভিয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি জনাব মনিন্দ্র নাথ রায় (মনি), সাধারণ সম্পাদক জনাব তাপস কুমার রায় (সানু), ঊষা রাণী রায় মহিলা সদস্য ৯ নং ভিয়াইল ইউনিয়ন পরিষদ সহ সকল সদস্যবৃন্দ ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহানা হোসেন ফিল্ড সুপার ভাইজার, মোঃ আহসান আলী সহকারি যুক্ত হিসাব রক্ষক, মোঃ নজরুল ইসলাম অফিস সহকারী যুক্ত কম্পিউটার, এছাড়াও অন্যান্য কর্মচারীবন্দ।