গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ জনাব ইকবালুর রহিম এমপি বলেছেন, শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন কখনই সম্ভব নয়। শিক্ষার হার বাড়লে দেশ দ্রুত উন্নত দেশের কাতারে এগিয়ে যাবে।
গতকাল ৮মার্চ ২০২০খ্রীঃ রোজ রবিবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের বেলবাড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নবনির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় উক্ত বিদ্যালয়ের সভাপতি মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, শিক্ষা প্রকৌশল রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেনহাজুল হক, দিনাজপুর জোনের নির্বাহী প্রকৌশলী শাহীনুর ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল সহকারী শিক্ষক ও ছাত্র/ছাত্রীসহ অত্র ইউনিয়ন আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।