উখিয়া হিন্দু রোহিঙ্গাদের কে শীত বস্ত্র বিতরণ করলেন অতিঃ পুলিশ সুপার নিহাদ আদনান
মোহাম্মদ ইমরান উখিয়াঃ-
কক্সবাজার জেলা পুলিশ সুপারের উদ্দ্যোগে। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কৃষ্ণমন্দির প্রাঙ্গণে। গত বৃহস্পতিবার বিকেলে হিন্দু রোহিঙ্গাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
হিন্দু রোহিঙ্গাদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া টেকনাফ সার্কে) নিহাদ আদনান তাইয়ান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উখিয়া থানার এএস আই শাহআলম সহ কৃষ্ণমন্দির সংলগ্ন এলাকার লোকজন।
উল্লেখ্য, বর্তমানে কক্সবাজার জেলায় শীতের মৌসুমে শীতের তীব্রতা বাড়ায় জেলা পুলিশের উদ্দ্যোগে রোহিঙ্গা হিন্দুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানাযায় এই রকম মহৎ কাজের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবেন বলে জানানো হয়েছে।