English|Bangla আজ ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, রবিবার রাত ৪:৫৯
শিরোনাম
ছায়ানট সাংস্কৃতিক সংস্থা, ময়মনসিংহ এর ৩ যুগ পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণতরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা বাড়াতে হবে ; তানভিরনাগেশ্বরী পৌরসভা নির্বাচনে মোহাম্মদ হোসেন ফাকু বিজয়ীগাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষে চলছে গণনাগাজীপুরে যুবলীগের আয়োজনে মাইনুল হোসেন খান নিখিলের রোগমুক্তি কামনায়,দোয়া অনুষ্ঠিত হয়।পলাশবাড়ীতে সন্ধি ফাউন্ডেশনের উদ্যোগে মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধণা প্রদানফুলবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণশান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে নাগেশ্বরী পৌরসভা নির্বাচনরংপুরে জুম্মার নামায শেষে অসহায়দের কম্বল দিলেন আ.লীগ নেতা মওলাকুলিয়ারচর পৌর নির্বাচন বর্জন করেছে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর নূরুল মিল্লাত

ইহাছাড়া ৩ মাদক কারবারী গ্রেফতার, উদ্ধার ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ গ্রাম হেরোইন।

বদরুল আমীন, ময়মনসিংহ প্রতিনিধিঃ

এসআই(নিঃ) মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ০৩/১২/১৯ তারিখ ২৩.২৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী ,

১। মোঃ গাজীউর রহমান ওরফে গাজী(৪৫), পিতা-মৃতঃ হোসেন আলী ফকির, মাতা- মোছঃ ফলেজা খাতুন, সাং-বেগুনবাড়ী(চর দুলালবাড়ী), খাগডাহর ইউপি,

২। মোঃ সুমন মিয়া অরফে ইমন মিয়া(২৪), পিতা-মোঃ সেলিম মিয়া, মাতা- মোছাঃ ফাতেমা বেগম(ফতে), সাং-রঘুরামপুর মাঝিপাড়া, বর্তমান ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৩৩নং ওয়ার্ড, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং এসআই(নিঃ) মোঃ আক্রাম হোসেন, এএসআই(নিঃ) সুজন চন্দ্র সাহা সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ০৪/১২/১৯ তারিখ ০৭.১৫ ঘটিকার সময় কোতোযালী থানাধীন আর কে মিশন রোড থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী

৩। মোঃ মামুন মিয়া (৩৫), পিতা মৃত-আব্দুস সামাদ, মাতা-মোছাঃ বিলকিছ বেগম, সাং-আকুয়া লিচু বাগান, এ/পি সাং-আকুয়া (শিকদারবাড়ী মার্কেট), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো