আবহাওয়া পরিবর্তনে আগৈলঝাড়া দেখা দিয়েছে ডায়েরিয়া। হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন।
কে এম আজাদ রহমান, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় আবহাওয়া পরিবর্তন জনিত কারণে দেখা দিয়েছে ডালেরিয়ার প্রকোপ।
দুই দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত নয় জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
গত সোম ও মঙ্গলবার দুই দিনে উপজেলার আহুতি বাটরা গ্রামের আট মাস বয়সী জীবন বাড়ৈর মেয়ে অদ্রিতা, গৈলা গ্রামের ফারুক সিকদারের ছেলে ইউসুফ সিকদার (১২) বাহাদুরপুর গ্রামের কিরণ বাড়ৈর ছেলে রিদ্রজিত বাড়ৈ, দক্ষিন শিহিপাশা গ্রামের মোজাফ্ফর সরদারের স্ত্রী সোবানান বিবি, নগড়বাড়ি গ্রামের সাহেদ আলীর স্ত্রী বেবী বেগম (৪২),
সাতলার পরিতোষ মন্ডলের ৫ মাস বয়সী ছেলে রতন মন্ডল, কোটালীপাড়ার সোহেল ঘরামীর এক বছরের ছেলে সুফিয়ান, আহুতি বাটরা গ্রামের লিটন মজুমদারের সাত মাস বয়সী ছেলে আরাধ্য মজুমদার, জোবারপাড় গ্রামের সঞ্জয় মজুমদারের ১০মাস বয়সী ছেলে দিশান মজুমদার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
উপজেলা হাসপাতার প্রধান ডা, বখতিয়ার আল মামুন বলেন, আবহাওয়া পরিবর্তনের জন্য বিশেষ করে দিনে গরম রাতে শীতের কারনেই ডায়েরিয়া দেখা দিয়েছে। সেক্ষেত্রে শিশু ও বৃদ্ধরাই বেশী আক্রান্ত হচ্ছে। ভর্তি রোগীর পাশাপাশি প্রতিদিন আউট ডোরেও অনেক ডায়েরিয়া রোগীরা চিকিৎসা সেবা নিচ্ছে।
এই সময়ে সকলকে সচেতন থাকারও পরামর্শ প্রদান করেন তিনি।