রাত পোহালেই বেনাপোল চেকপোষ্ট নো-ম্যান্সল্যান্ডে উৎযাপিত হবে ২১শের মিলন মেলা। এবার মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একই একুশে মঞ্চে উদযাপিত হবে।
“একুশে মঞ্চে বসবে দু বাংলার ভাষা প্রেমী মানুষের মিলন মেলা।” সীমান্তের জিরো পয়েন্টে দু-বাংলার ভাষা প্রেমী মানুষদের মিলন মেলা উপলক্ষে পৃথক পৃথক ভাবে নির্মান করা হচ্ছে একুশে মঞ্চ। এবারের দু’বাংলার মিলন মেলার আয়োজন করছেন দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ। এ উপলক্ষে দু-বাংলার নো-ম্যান্সল্যান্ড কে সাজানো হচ্ছে বর্ণিল সাজে। নির্মান করা হচ্ছে অস্থায়ী শহীদ বেদী।
একুশের সকাল সাড়ে ৯ টায় এ অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দু-বাংলার আমন্ত্রিত মন্ত্রী, এমপি রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা, কবি, সাহিত্যক, লেখক এবং দু-বাংলার ভাষা প্রেমী মানুষেরা।
বিনিময় হবে দু-বাংলার মানুষের সেচ্ছায় রক্তদান কর্মসুচী। যশোর -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপিও ভারতের বনগা পৌর মেয়র শংকর আড্ডো ডাকু রক্তদান কমৃসুচীতে অংশ গ্রহন করবেন।
“আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি” এ শ্লোগান দিয়ে শুরু হবে দু-বাংলার একুশ উদযাপন।
তাই এখন দু-দেশের একুশ উদযাপন কমিটির আয়োজকরা পার করছেন ব্যস্ত সময়।