সময় চীর বহমান ।পৃথিবী যেমন তার নিজ কক্ষ পথে প্রতিনিয়ত অবস্থান করছে প্রকৃতি ও তেমনি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে ।প্রকৃতির সাথে তাল মিলিয়ে মানুষের রুচি বোধের ও পরিবর্তন ঘটছে ।
খাদ্য অভ্যাসের মধ্যে ও আমূল পরিবর্তন ঘটছে ।প্রাচীন কালে বাঙালির প্রিয় খাদ্য ছিল সরু চালের সাদা ভাত।সাথে গাওয়া ঘী ও নলীতা শাক।মাছ ছিল আর অধিক প্রিয় খাবার ।তাই আমাদের নাম ছিল মাছে-ভাতে বাঙালি ।সুটকীর চালছিল দক্ষিণ অঞ্চলে বিশেষ করে বিয়ে বাড়িতে হরিনের মাংস প্রচলন ও ছিল ।
কিন্তু আজ বাঙালি জাতির প্রিয় খাদ্য হচ্ছে ফূসকা,নুডলস,চিপস্,বারগার,বিরানি,খিচুড়ি,ক্যামিক্যাল যুক্ত চাইনিজ খাবার ।যা মানব দেহের জন্য বেশির ভাগইকরে ।
বাড়ন্ত কিশোর-কিশোরী দের সুষ্ঠ দেহ গঠনে খেলা-ধুলা জরুরী ।কিন্তু আজকাল শিশু-কিশোর কম্পিউটার গেম তথা প্রযুক্তি নির্ভর গেমের প্রতি আসক্ত ।বাবা-মা ব্যস্ত থাকায় বাসায় বন্দী জীবন কাটছে ৯০% শিশুদের ।ফলে প্রাচীন খেলা -ধুলা ও পরিবর্তন ঘটছে ।সুঠম দেহ গঠনের পরিবর্তে বিকৃত দেহ গঠিত হচ্ছে ।
বাসার বাইরে শিশু নিরাপত্তা নিশ্চিত নয় ।শিশু পাচার,ধর্ষণ,কিটনাফ সহ বিভিন্ন ঘটনার শিকার শিশু ।ফলে নিরাপদ আশ্রয় হিসেবে বাবা-মা বাসাকে বেছে নিয়েছে ।সেখানেই শিশু-কিশোর জেলখানার কয়েদি জীবন যাপন করছে ।
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলা-ধুলার পর্যাপ্ত পরিবেশ পাওয়া যায়না সব প্রতিষ্ঠানে।
তাই প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উচিত বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য খেলা-ধুলার পর্যাপ্ত পরিবেশ নিশ্চিত করা ।