সম্পর্কে তারা পরস্পরের আত্মীয়। একজন সাবেক মেয়র এম মনজুর আলম অপরজন সংসদ সদস্য দিদারুল আলম, তাই ভোটের আগে দুইজনের সাথে সৌজন্য সাক্ষাত করতে ২৯ ফেব্রুয়ারী (শনিবার) চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী গিয়েছিলেন উত্তর কাট্টলীতে। শনিবার সকাল সাড়ে ১০টায় মেয়র প্রার্থী রেজাউল করিম সাবেক মেয়র এম মনজুর আলমের বাড়িতে পৌঁছান। কথা বলেন, সাবেক মেয়র ছাড়াও স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলমের সঙ্গে।
সংসদ সদস্য দিদারুল আলম জানান, মেয়র প্রার্থী রেজাউল করিম আমার চাচা মনজুর আলম এর বেয়াই সম্পর্কিত। সেই সুত্র এবং এবং নির্বাচনকে সামনে রেখে তিনি আমাদের বাড়ীতে আসেন। দলীয় প্রার্থী হিসাবে আমরা তাকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছি।
এ সময় সাথে ছিলেন. নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, তারা পরস্পর আত্মীয়। আগের মেয়র হিসেবে মনজুর আলমের কাছে মেয়রপ্রাথী রেজাউল করিম সহযোগিতা ও দোয়া কামনা করেন। এ সময় সাবেক মেয়র মনজুর আলম নির্বাচনের ব্যাপারে তাকে বেশ কিছু পরামর্শও দেন বলে জানান খোরশেদ আলম সুজন।
মেয়র প্রাথী সেখান মাওলানা মঈনুদ্দীন শাহ (র:) মাজার জিয়ারতও করেন।
উল্লেখ, এক সময়ের গুরু এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে বিএনপি জোটের সমর্থণে ২০১০ সালে মেয়র পদে প্রথমবার নির্বাচন করেই বিজয়ী হন মনজুর আলম। ২০১৫ সালের নির্বাচনে এম মনজুর আলম বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গেও নির্বাচন করেন। এক পর্যায়ে দুপুরেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে মাঠ নিজেকে গুটিয়ে নেন। তখন তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। অবশ্য এবার আওয়ামী লীগের মনোনয়নে মেয়র পদে প্রার্থী হতে চেয়েছিলেন।