আজ বিজয়ের দিন
আজ বিজয়ের দিন
লক্ষ ভায়ের রক্তে আনা
সুর্য রঙ্গিন দিন।
আজ বিজয়ের দিন।
একাত্তুরে যুদ্ধ করে
দুই চোখেতে স্বপ্ন ভরে
ভাইটি আমার জীবন দিলো
দেশ স্বাধীনের তরে
সুখ স্বপ্নে বিভোর হয়ে
আনতে সোনালী দিন।
আজ বিজয়ের দিন
মায়ের স্বপ্ন বোনের স্বপ্ন
গাথিবে বিজয় মালা
শতকষ্টে শেষ করিবে
পরাধীনতার জ্বালা
আঁচল ভরে শোধ করিবে
সব শহীদের ঋন।।
আজ বিজয়ের দিন।
মায়ের মুখের শেষ চুমুটা
নিজে ললাটে লয়ে
অস্ত্র হাতে ছোটলো রনে
প্রান দিতে নির্ভয়ে
ছেলেটা তার আর ফেরেনি
স্বপ্ন বোনার দিন
আজ বিজয়ের দিন।
বোনের চোখে ঝিলিক ছিলো
স্বপ্ন ছিলো বেশী
আনবে কিনে ভাইটি তাহার
পতাকা বাংলাদেশী
ভাইটি বোনের সেই যে গেলো
আসেনি কোনদিন
আজ বিজয়ের দিন।
করলো লড়াই ভাই আমাদের
আনতে স্বাধীন দেশ
সেই বীরেদের আজকে স্মরি
জানাই সালাম নির্বিশেষ
সব শহীদের থাকবে স্মৃতি
এই বাংলা থাকবে যতদিন।
আজি বিজয়ের দিন।
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ শ্যামল।