আগৈলঝাড়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
কে এম আ্জাদ রহমান,আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে বিদেশ গমনের আগে দক্ষতা অর্জন, মন্ত্রনালয়ের মাধ্যমে স্বচ্ছ ভিসা প্রাপ্তি ও নিরাপদে বিদেশ গমন ও দেশে রেমিট্যান্স প্রেরণের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
সেমিনারে অন্যন্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বরিশাল মহিলা টিটিসি কলেজ অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসনে ভূঞা। সেমিনারে অবৈধভাবে মানব পাচার রোধ করে বৈধপথে সরকারের জনশক্তি মন্ত্রনালয়ের মাধ্যমে বিদেশ গমন করাসহ সার্বিক সাহায্য সহযোগীতার জন্য সরকারের বিভিন্ন সংগঠনের সহযোগীতা নেয়ার আহ্বান জানানো হয়।
অন্যন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার। সেমিনারে সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজৈনতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।