আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে প্রজন্মের কাছে মাতৃ ভাষার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে বরিশালের আগৈলঝাড়ায় তিন দিনব্যাপি অমর একুশের বই মেলা উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে বুধবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে একুশের বই মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
উদ্বোধন পূর্ব আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরিন তন্বি, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু,
বই মেলার আয়োজকরা জানান, একুশের বই মেলার মঞ্চে বাংলা ভাষা শহীদের জীবনী আলোচনাসহ, কবিতা আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সকল দর্শনার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে এই বই মেলা ।