“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে সোমবার সকালে উপজেলা সদরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্নস্থান ঘুরে পুনরায় পরিষদের সামনে গিয়ে শেষ করে উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ অডিটরিয়াম হলরুমে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার (অঃ দ্বা), একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটকসহ প্রমুখ।