আগামীকাল ১ (মার্চ) ৩ দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আবদুল্লাহ আল ইসলাম (জ্যাকব) এমপি।
সফর কালে তিনি মনপুরা উপজেলার সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজে নবনির্মিত ভবনে পাঠদান শুরু উপলক্ষে সুধী সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন এবং দক্ষিণ সাকুচিয়া সোলার সিস্টেম পাওয়ার প্লান্ট উদ্বোধন করবেন।
তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এছাড়াও তিনি দুস্থ ও গরিবদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ ও আহাম্মদপুর ইউনিয়নের নবনির্মিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করবেন।