সৈয়দ আক্কাস উদদীন সাতকানিয়াঃ
১৬ কোটি টাকা আত্মসাতের মামলায় মাহী এন্টারপ্রাইজের ম্যানেজার আবুল কাসেমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল আলম শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে আদালত ২ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বৃহস্পতিবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আবুল কাসেম। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী আবদুল লতিফ বলেন, মাহী এন্টারপ্রাইজের ম্যানেজার আবুল কাসেম আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আইনজীবি আরো বলেন নজিরবিহীন কৌশলে টাকা লুঠ করার দায়ে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রসঙ্গগত, ব্যবসা প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ এনে আদালতে মামলা করেন আইয়ুব আলী। ওই মামলায় গত ২ ডিসেম্বর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন