অর্থের অভাবে টিউমার অপারেশন করতে পারছেনা ভোগডাঙ্গার দিনমজুর আমজাদ
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:
অর্থের অভাবে টিউমার অপারেশন করতে পারছেনা দিনমজুর আমজাদ (২৯)। ভিটেমাটি বিক্রি করে প্রায় ৩ লাখ টাকা চিকিৎসায় খরচ করে এখন অর্থের অভাবে সহায় সম্বল হারা আমজাদ বিনা চিকিৎসায় কাতরাচ্ছে।
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের গহুরের খামার গ্রামের মজুর পুত্র আমজাদ হোসেন। আমজাদের ফুটফুটে কন্যা, স্ত্রী, পিতা-মাতা নিয়ে সংসার। আমজাদের পিতা মজু জানান, ডাক্তার বলছেন, টিউমারের সাথে ক্যান্সারের লক্ষন দেখা দিয়েছে। প্রায় ৪/৫ লাখ টাকার প্রয়োজন।
সরকারীভাবে ও বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে তবেই আমজাদের সু-চিকিৎসা সম্ভব।
আমজাদের পরিবারের মোবাইল নম্বর: ০১৯৯৮৯৪৭৯৯১, ০১৯৩৭১৪৮৫৩৮